November 3, 2025
দেশ বিদেশ

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বৈত নীতির কোনও স্থান নেইঃ মোদী

পাকিস্তানকে পরোক্ষ ও কঠোর বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বৈত মান বজায় রাখার কোনও জায়গা নেই বলে ভারত ও যুক্তরাজ্য এক মত পোষণ করে।

ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কায়ার স্টারমারের সঙ্গে এক প্রেস বিবৃতি দিয়ে মোদী বলেন,”সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বৈত মান বজায় রাখার কোনও জায়গা নেই বলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে ঐক্যবদ্ধ।

প্রধানমন্ত্রী 22শে এপ্রিল পহলগামে সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানানোর জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান।

মোদী বলেন, ‘পহলগামে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানানোর জন্য আমরা প্রধানমন্ত্রী স্টারমার ও তাঁর সরকারকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ভারত ও যুক্তরাজ্য উভয়ই একমত যে চরমপন্থী মতাদর্শের শক্তিগুলিকে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করতে দেওয়া উচিত নয়।
তিনি বলেন, যারা গণতন্ত্রকে দুর্বল করতে গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহার করে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

Related posts

Leave a Comment