নয়াদিল্লি, ২০ নভেম্বর: জেডিইউ-র শীর্ষ নেতা কে সি ত্যাগী জানালেন, নিটিশ কুমার ‘নতুন বিহার’ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়েই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর দাবি, এই সরকার উন্নয়ন, পরিকাঠামো উন্নতি, প্রশাসনিক স্বচ্ছতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠাকে প্রধান লক্ষ্য হিসেবে ধরে এগোবে।ত্যাগী বলেন, এনডিএ-র জয় স্পষ্ট করেছে যে বিহারের মানুষ স্থিতিশীল প্রশাসন ও প্রকৃত উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন।
তিনি আরও জানান, নতুন সরকারের প্রথম দায়িত্ব হবে যুবকদের সুযোগ দেওয়া, কৃষির উন্নয়ন এবং শিল্প আনয়নকে গতিশীল করা।জেডিইউ নেতার মতে, কেন্দ্র–রাজ্যের সমন্বয় বজায় রেখে বিহারকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা ইতিমধ্যেই তৈরি হয়েছে। তাঁর আশা, নিটিশ কুমারের নেতৃত্বে রাজ্য উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করবে।
