বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার পাটনায় বিহার স্টেট মাদ্রাসা এডুকেশন বোর্ডের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে গুরুতর প্রতিবাদের মুখে পড়েন। মাদ্রাসা শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকার অবহেলা করছে এবং প্রতিশ্রুতি পূরণ করছে না।এই শতবর্ষ উদ্যাপন কেবল একাডেমিক অনুষ্ঠান নয়, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মুসলিম সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণের কারণে একে আগামী বিধানসভা নির্বাচনের আগে জেডিইউ-র বড় ধরনের সংখ্যালঘু সংযোগ কর্মসূচি হিসেবে দেখা হচ্ছিল।নীতীশ কুমারের বক্তৃতায় শিক্ষকেরা বড় ঘোষণার আশা করলেও তিনি শুধুই অতীত অবদানের কথা তুলে ধরেন। তিনি দাবি করেন, তাঁর সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম সমাজের জন্য কংক্রিট পদক্ষেপ শুরু হয়। পূর্বতন সরকারগুলো তাদের অবহেলা করেছে বলে অভিযোগ করেন তিনি।মুখ্যমন্ত্রী আরও জানান, ২০০৫ সালে এনডিএ সরকার গঠনের পর থেকে কবরস্থানের ঘেরাবাড়ি, দাফনের সুবিধা এবং মহিলাদের আর্থিক সহায়তার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।কিন্তু বেতনসহ বিভিন্ন দাবিতে কোনো আশ্বাস না মেলায় মাদ্রাসা শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ মুখ্যমন্ত্রীর হাতে লিখিত আবেদন জমা দেন, আবার কেউ স্লোগান তোলেন।
তাদের অভিযোগ—
- মাদ্রাসা বোর্ডের অবস্থা খুবই খারাপ, সরকার সময়মতো আর্থিক সহায়তা দিচ্ছে না।
- বহু শিক্ষক আর্থিক সংকটে পড়ে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।
- ২০১১ সালে নীতীশ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ২,৪৫৯টি মাদ্রাসার শিক্ষকরা বেতন পাবেন, কিন্তু বর্তমানে মাত্র ১,৬৫৯টি মাদ্রাসা টিকে আছে।
- গত ১৫ বছরে কোনো নতুন নিয়োগ হয়নি।
