গৌতম বুদ্ধ নগর জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস থ্রি-র এক ছাত্রের ওপর শিক্ষকের শারীরিক শাস্তির অভিযোগে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) সুপ্রিমোটো পদক্ষেপ নিয়ে সোমবার উত্তরপ্রদেশ সরকারকে নোটিস পাঠিয়েছে। ঘটনায় ওই শিশুর কাঁধ ভেঙে যায় এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়।৭ আগস্ট, ২০২৫ প্রকাশিত এক সংবাদ প্রতিবেদনে জানা যায়, প্রথমে ওই ছাত্র আঘাতের কারণ লুকিয়েছিল।
তবে টানা কয়েকদিন স্কুলে যেতে অনীহা প্রকাশ করায় পরিবারের সন্দেহ হয়। পরে তার ছোট ভাই জানায় যে শিক্ষক লাঠি দিয়ে মারার ফলে এই আঘাত হয়েছে। এরপর অভিভাবকরা শিশুকে হাসপাতালে ভর্তি করেন, যেখানে গুরুতর কাঁধের আঘাতের কারণে অস্ত্রোপচার নির্ধারিত হয়।
মানবাধিকার কমিশন ঘটনাটিকে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের গুরুতর আশঙ্কা হিসেবে উল্লেখ করে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান সচিব ও গৌতম বুদ্ধ নগরের জেলা পুলিশ কমিশনারকে নোটিস পাঠিয়েছে।
দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কমিশনের মতে, অভিযোগ সত্য হলে এটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষার ক্ষেত্রে ভয়াবহ ব্যর্থতার ইঙ্গিত দেয় এবং বিদ্যালয়গুলিতে দায়িত্বশীলতা ও সুরক্ষা বিধি কার্যকরের প্রশ্ন তোলে।
