32 C
Kolkata
April 19, 2025
রাজ্য

দীর্ঘ আন্দোলনের পর কাটোয়া আহমদপুর রেল লাইনে নতুন ট্রেন

নিজস্ব চিত্র

বাংলা নববর্ষেই এলো খুশির খবর। কাটোয়া আহমদপুর রেললাইনে ফের বৃদ্ধি করা হল ট্রেনের সংখ্যা। এখন সারাদিনে এই লাইনে সবে মাত্র দুটি ট্রেন চলাচল করে। এই লাইনে ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর অবশেষে ফের বৃদ্ধি করা হল আরও একটি নতুন ট্রেন।

রেলের তরফে দেওয়া নোটিফিকেশন দিয়ে জানানো হয়, ১৮ তারিখ থেকে নতুন ট্রেন চলবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। এই রুটে নতুন ট্রেনটি সকাল ৬ঃ৩৫ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে আহমদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আহমদপুর-কাটোয়ার রুটে অতিরিক্ত একটি নতুন ট্রেন চলায় খুশি সাধারণ মানুষ থেকে ট্রেনের যাত্রীরা। এই নতুন ট্রেনকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা।

তবে সকালে হাওড়া বা শিয়ালদহ যাওয়া ট্রেনের দাবি জানাচ্ছে যাত্রীরা। অনুপ সাহা বলেন, সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে তিনি রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। ভবিষ্যতে যাতে হাওড়া এবং শিয়ালদহ যাওয়ার জন্য এই রেল লাইনে ট্রেন চালু হয়, তার জন্য তিনি রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন।

Related posts

Leave a Comment