34 C
Kolkata
April 13, 2025
দেশ বিদেশ

Narendra Modi : আজ মার্কিন কংগ্রেসের যৌথ সভায় দ্বিতীয়বার ভাষণ দিয়ে ইতিহাস গড়বেন নরেন্দ্র মোদী

ওয়াশিংটন, ২২ জুন: বর্তমানে আমেরিকা সফরে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দ্বিতীয় পর্যায়ের এই সফরে মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তা গ্রহণ করেছেন। হোয়াইট হাউসে তাঁকে নৈশভোজে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন। সেখানে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সৌজন্য বিনিময় হয়। ১৪ বছর পর ভারতের প্রধানমন্ত্রী মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে এখানে নৈশভোজ সারলেন। এর আগে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ একবার এমন নৈশভোজে আমন্ত্রিত হয়েছিলেন। তখন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা।

এদিন বাইডেন মোদীকে বেশ কিছু উপহার দেন। যার মধ্যে অন্যতম একটি ভিন্টেজ ক্যামেরা। ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে বেশ কিছু উপহার দেওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। সেই উপহারগুলির মধ্যে ছিল ৭.৫ ক্যারটের একটি হিরে, চন্দন কাঠের বাক্স ও উপনিষদের ইংরেজি সংস্করণ। এছাড়া বাংলার কারিগরদের তৈরি একটি রূপোর নারকেলও বাইডেনকে উপহার দেন মোদী। নৈশভোজের আগে তাঁকে ন্যাশানাল সায়েন্স ফাউন্ডেশন ঘুরিয়ে দেখান প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি।

আজ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। তাঁর এই বক্তৃতা নিঃসন্দেহে নজিরবিহীন। কারণ, তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী (Narendra Modi), যিনি United States Congress -এর যৌথ অধিবেশনে এই নিয়ে দ্বিতীয়বার ভাষণ দেবেন। এর আগে মোদি ষষ্ঠ ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ২০১৬ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ১৯৪৯ সালে হাউস এবং সেনেটে আলাদাভাবে ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে রাজীব গান্ধী ১৯৮৫ সালে মার্কিন কংগ্রেসে ভাষণ দেন। এছাড়া পি.ভি. নরসিমা রাও ভাষণ দেন ১৯৯৪ সালে। অটল বিহারী বাজপেয়ী ২০০০ সালে এবং মনমোহন সিং ২০০৫ সালে ভাষণ দেন।

প্রসঙ্গত সাত বছর আগে মোদির ভাষণের ভূয়সী প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। ফলে এই সফর নিঃসন্দেহে দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে কূটনৈতিক মহলের অভিমত। নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগেই ভারতীয় গণতন্ত্রের ঢালাও প্রশংসা করেন বাইডেন সরকারের জাতীয় নিরাপত্তা পরিষদের কর্তা জন কারবি। তিনি ভারতকে প্রাণবন্ত গণতান্ত্রিক দেশ বলে তারিফ করেন। এছাড়া ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কার্ট ক্যাম্পবেল বলেন, এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই সফর ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও পবিত্র করতে সাহায্য করবে।

Related posts

Leave a Comment