November 3, 2025
দেশ

নাগাল্যান্ডের গভর্নর লা গণেশন ৮০ বছর বয়সে প্রয়াত

ফাইল চিত্র

প্রবীণ আরএসএস কর্মী ও নাগাল্যান্ডের গভর্নর লা গণেশন আর নেই। ৮ আগস্ট বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮০ বছর বয়সী এই নেতা।

১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তাঞ্জাভুরে জন্ম নেওয়া লা গণেশন ছোটবেলাতেই সঙ্ঘের সঙ্গে যুক্ত হন। পিতার মৃত্যু হলে বড় ভাইয়ের কাছে বড় হওয়া এই কর্মী তরুণ বয়সেই আরএসএসের পূর্ণকালীন প্রচারক হন। ধাপে ধাপে বিজেপির তামিলনাড়ুর সাধারণ সম্পাদক, জাতীয় সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করেন তিনি।

দুই দফা—২০০৯ ও ২০১৪ সালে—চেন্নাই সাউথ লোকসভা আসনে লড়লেও জয় পাননি। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন। ২০২১ সালে মণিপুরের ১৭তম গভর্নর হিসেবে নিয়োগ পান এবং পরে নাগাল্যান্ডের দায়িত্ব নেন। এক সময় পশ্চিমবঙ্গেরও অতিরিক্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি।

রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও দ্রাবিড় রাজনীতির বড় নেতাদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। প্রয়াত ডিএমকে নেতা এম. করুণানিধির সঙ্গেও তার ঘনিষ্ঠতা ছিল। ২০২২ সালের নভেম্বরে চেন্নাইতে তার ভাতিজির বিয়েতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

অবিবাহিত লা গণেশন সারাজীবন সঙ্ঘ ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

Related posts

Leave a Comment