শরিফুলের মোবাইল ফোনের সিমকার্ড খুকুমণি নামে এক তরুণীর আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল। কে এই খুকুমণি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, ওই তরুণী চাপড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ।
খুকুমণির পরিবারের খোঁজ করতেই রবিবার রাতে চাপড়া থানার আন্দুলিয়ায় যায় তদন্তকারীরা। আধার কার্ডের ঠিকানা অনুযায়ী ঘটনাস্থলে গেলেও সেখানে খুকুমণির কোনও খোঁজ পাওয়া যায়নি।
বর্তমানে সেই ঠিকানায় অন্য কেউ থাকেন। তাঁকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। তিনি মুম্বই পুলিশকে জানিয়েছেন যে তিনি খুকুমণি নামের কাউকে চেনেন না। জিজ্ঞাসাবাদের পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
previous post
next post