November 1, 2025
রাজ্য

নাগরাকাটায় তৃণমূল দুষ্কৃতীদের হামলায় সাংসদ খগেন মুর্মু আহত

আজ নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, দুষ্কৃতীদের শাসন চলছে।

বিজেপি নেতৃত্ব জানিয়েছে, উত্তরবঙ্গে প্রবল বন্যা ও ক্ষয়ক্ষতির পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কার্নিভাল আয়োজন নিয়ে ব্যস্ত, তখন তাঁর দলের দুষ্কৃতীরা মানুষের ওপর তাণ্ডব চালাচ্ছে। বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসদ খগেন মুর্মু একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গেলে কয়েকজন তৃণমূল কর্মী হঠাৎ হামলা চালায়। বিজেপির অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃতভাবে নীরব ভূমিকা নিচ্ছে এবং হামলাকারীরা তৃণমূলের আশ্রয়ে রয়েছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, রাজ্যে গণতন্ত্রকে বাঁচাতে আন্দোলন আরও তীব্র করা হবে।

Related posts

Leave a Comment