December 6, 2025
দেশ

মহুয়ার বাড়ি ভাঙার নির্দেশে হাই কোর্টের স্থগিতাদেশ

ইন্দোর, ২২ নভেম্বর: আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. মোহাম্মদ আদিলের মাউ-এর বাড়ি ভাঙার নির্দেশে বৃহস্পতিবার বড় বিরতি টানল মধ্যপ্রদেশ হাই কোর্ট। এমহাউ ক্যান্টনমেন্ট বোর্ডের দেওয়া ডেমোলিশন নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় আদালত জানায়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও রকম ভাঙচুর বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যাবে না।

আদালত প্রশ্ন তোলে—নোটিস জারির প্রক্রিয়া, জমির মালিকানা নথি যাচাই এবং বোর্ডের জরুরি ভাঙার দাবি—সবই কি আইনি মানদণ্ড পূরণ করেছে?
ড. আদিলের আইনজীবীরা বলেন, “এটি হয়রানি। যথাযথ শুনানি ছাড়াই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।” আদালত বিষয়টি বিস্তারিত নথিসহ পরবর্তী তারিখে তুলতে নির্দেশ দেয়। প্রশাসনের তরফে জানানো হয়, বিচারাধীন অবস্থায় তারা কোনও পদক্ষেপ নেবে না।

Related posts

Leave a Comment