19 C
Kolkata
December 4, 2025
দেশ

কুরুক্ষেত্রে ‘পাঞ্চজন্য’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি, মহাভারত অভিজ্ঞতা কেন্দ্রে ইমার্সিভ সফর

কলকাতা, ২৫ নভেম্বর ২০২৫ — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ হারিয়ানার কুরুক্ষেত্রে উদ্বোধন করলেন ‘পাঞ্চজন্য’। কৃষ্ণের ঐশ্বর্যশালী শঙ্খকে কেন্দ্র করে নির্মিত এই স্থাপনাটি উদ্বোধনের পর তিনি ঘুরে দেখেন ‘মহাভারত অনুভব কেন্দ্র’, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে মহাভারতের মূল অধ্যায়গুলি ইমার্সিভভাবে প্রদর্শিত হচ্ছে।

সরকারি সূত্রে জানা গেছে, কেন্দ্রটি তৈরি করা হয়েছে দেশীয় পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে তুলতে।মোদির এই সফরকে ঘিরে কুরুক্ষেত্র জুড়ে ছিল কড়া নিরাপত্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বিশেষ অনুষ্ঠান ও তাঁর পরিদর্শনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী ব্রহ্মসরোবরেও প্রার্থনা করেন।

English Title: PM Modi inaugurates Pan

English Title:

Related posts

Leave a Comment