31 C
Kolkata
October 31, 2025
দেশ

রাহুল গান্ধীর ভয়ে মুখ খুলতে পারছেন না কংগ্রেসের তরুণ নেতারা, বিস্ফোরক মন্তব্য মোদির

বিরোধী শিবিরে বহু প্রতিভাবান তরুণ নেতা রয়েছেন, কিন্তু তাঁরা নিজেদের মত প্রকাশ করতে পারেন না রাহুল গান্ধীর ভয়ে—এমনই নজিরবিহীন আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, বাদল অধিবেশনের শেষ দিনে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। সেখানেই বিরোধীদের নিশানা করে এই মন্তব্য করেন।মোদি বলেন, “কংগ্রেসসহ বিরোধী দলগুলিতে বেশ কিছু সম্ভাবনাময় নেতা আছেন। কিন্তু তাঁদের মুখ খোলার সুযোগ নেই।

এর অন্যতম কারণ গান্ধী পরিবারের নিরাপত্তাহীনতা। রাহুল গান্ধীর জন্যই প্রতিভাবান নেতারা কথা বলতে পারেন না।”প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, পরিবারতন্ত্রের রাজনীতিই বিরোধী শিবিরকে দুর্বল করছে। যদিও এই বৈঠকে কোনও বিরোধী সাংসদ উপস্থিত ছিলেন না।এছাড়া লোকসভায় পাস হওয়া ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই বিল দেশের যুবসমাজকে সঠিক পথে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।মোদির মন্তব্য, “অনলাইন গেমসের আসক্তি বহু মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে।

এতে পরিবার ভেঙে যাচ্ছে, হতাশা এবং আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এই বিল আসলে সংস্কারের সূচনা।”কেন্দ্র জানিয়েছে, এই আইনের মাধ্যমে অনলাইন বেটিং বন্ধ করা হবে এবং দেশীয়, শিক্ষামূলক গেমিং অ্যাপকে উৎসাহ দেওয়া হবে। সরকারের মতে, এ পদক্ষেপ দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

Related posts

Leave a Comment