29 C
Kolkata
August 3, 2025
কলকাতা

MLA Aditi Munsi: বাগুইআটি বাসস্ট্যান্ড খালি করিয়ে ‘বাঙালিয়ানা’ মেলা, বিতর্কে অদিতি মুন্সির ভূমিকা

সংবাদ কলকাতা, ১৩ এপ্রিল: রাজনৈতিক বিতর্কে জড়ালেন প্রখ্যাত মহিলা কীর্তন শিল্পী অদিতি মুন্সি। বাগুইআটির ৪৪ এবং ৪৪এ রুটের বাস স্ট্যান্ড তাৎক্ষণিকভাবে সরিয়ে সেখানে ‘বাঙালিয়ানা’ নামে একটি মেলার সূচনা করেছেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।

জানা গিয়েছে, এই বাস স্ট্যান্ডের সমস্ত বাসগুলিকে ভিআইপি রোডে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যেখানে লেখা রয়েছে ‘নো পার্কিং’ জোন। ট্রাফিক পুলিশের নাকের ডগায় ঘটনাটি ঘটছে। অথচ পুলিশের কোনও হেলদোল নেই। বিষয়টি সাধারণ মানুষ এবং নিত্যযাত্রীদের মধ্যে জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত বাগুইআটির ৪৪ এবং ৪৪এ রুটের বাস স্ট্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ৪৪ নম্বর রুটেই রয়েছে ৭০টি বাস। দুই রুটে প্রায় একশোর উপরে বাস রয়েছে। এরকম একটি রুটের বাসগুলিকে রাস্তায় দাঁড় করিয়ে রাখায় যথেষ্ট সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও পথচলতি মানুষ। রাজারহাট গোপালপুরের বিধায়কের এই ধরণের পরিকল্পনাহীন উদ্যোগে ক্ষুব্ধ বাগুইআটির মানুষ।

Related posts

Leave a Comment