স্বরূপনগরে পথদুর্ঘটনায় মৃত্যু হয় এক নাবালকের। বসিরহাট মহকুমার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তরণীপুর থেকে শাঁরাপুলের দিকে মোটরবাইকে করে দুই নাবালক আসছিল। ঠিক সেই সময় একটি কুমড়ো বোঝায় লরি উল্টো দিক থেকে মোটর বাইকে করে এসে সজোরে ধাক্কা মারে।
ঘটনায় রক্তাক্ত হয় শামীম মন্ডল ও হুমায়ুন মন্ডল। দুজনকে শারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শামীম মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হুমায়ুন মন্ডল। পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
previous post