October 31, 2025
টিভি-ও-সিনেমা দেশ

বেটিং অ্যাপ কাণ্ডে ইডি-র জেরা শেষে নীরব মিমি

দিল্লি, ১৬ সেপ্টেম্বর: বেআইনি বেটিং অ্যাপ চক্রে জড়িত থাকার অভিযোগে সোমবার দিল্লির ইডি দফতরে প্রায় ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হল অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে। সকাল ১০টার কিছু পর দফতরে ঢুকে সন্ধে নাগাদ তিনি বেরোন। বেরনোর সময় মুখে হাসি থাকলেও সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব দেননি মিমি। সরাসরি গাড়িতে উঠে চলে যান তিনি।

অভিযোগ, ভারতে বেটিং অ্যাপ নিষিদ্ধ হলেও ‘1xBet’ নামের একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত ছিলেন মিমি। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। একই মামলায় আগেই টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা-কে ডেকেছিল ইডি।

সূত্রের খবর, মিমিকে প্রশ্ন করা হয়েছে—

  • অ্যাপ সংস্থার থেকে কত টাকা পেয়েছেন তিনি,
  • কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হয়েছে,
  • এবং প্রচারের জন্য কী ধরণের আর্থিক সুবিধা নিয়েছেন।

ইডি-র দাবি, 1xBet সহ বেশ কিছু অবৈধ বেটিং প্ল্যাটফর্ম দেশে কোটি কোটি টাকার প্রতারণা চালিয়েছে। শুধু তাই নয়, বিপুল অঙ্কের কর ফাঁকি দেওয়ার অভিযোগও রয়েছে। প্রাথমিক তদন্তে তথ্যপ্রযুক্তি আইন, বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন (PMLA) লঙ্ঘনের প্রমাণ মিলেছে।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দফতর থেকে বেরনো মিমির চেহারায় ক্লান্তি ও চাপা টেনশনের ছাপ স্পষ্ট ছিল। ইডি সূত্রের ইঙ্গিত, প্রয়োজনে আবারও তাঁকে তলব করা হতে পারে।

Related posts

Leave a Comment