November 1, 2025
রাজ্য

মেন্টাল হেলথের নামে এনআরসি সার্ভে? মুখ্যমন্ত্রীর অভিযোগের পর পাল্টা বিবৃতি কল্যাণী এইমসের

দ্য ওয়াল ব্যুরো: মেন্টাল হেলথের (Mental Health) নামে পরোক্ষে এনআরসির সার্ভে (NRC survey) চালাচ্ছে কল্যাণী এইমস— সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তাঁর সেই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বিবৃতি দিল হাসপাতাল কর্তৃপক্ষ।জাতীয় মানসিক স্বাস্থ্য সমীক্ষা (National Mental Health Survey – NMHS)-র দ্বিতীয় পর্যায় বর্তমানে চলছে। সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করছে বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (NIMHANS)। এই সমীক্ষাতেই অংশ নিয়েছে কল্যাণী এইমস। আপাতত পশ্চিমবঙ্গের সাত জেলায় শুরু হয়েছে এই স্বাস্থ্য সমীক্ষা।

মুখ্যমন্ত্রী স্পষ্ট অভিযোগ করেন, নানা প্রশ্ন করে সাধারণ মানুষের থেকে তথ্য হাতিয়ে এনআরসি করার চক্রান্ত চলছে। তাঁর বক্তব্য— “এইমসকে আমরা এত জমি দিয়েছি, কিন্তু উদ্বোধনের সময় আমাদের ডাকে না। এখন মেন্টাল হেলথের নাম করে একটা রাজনৈতিক দলের হয়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছে। কেন্দ্রের কাজ কেন্দ্র করুক, এইমসের কাজ রোগী সুস্থ করা — সার্ভে করা নয়।” এরপরই হুঁশিয়ারি দেন, “এইমসকে বলব, আপনাদের কাজ রোগী দেখা, অন্যের হয়ে গুপ্তচরবৃত্তি করা নয়।

এই খেলা বন্ধ করুন।”এই প্রেক্ষিতে কল্যাণী এইমস কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সমীক্ষার জন্য ব্যবহৃত প্রশ্নাবলী অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস। ফলে এর বৈজ্ঞানিক নির্ভরযোগ্যতা ও নৈতিক মান বজায় থাকছে সর্বোচ্চ স্তরে। কর্তৃপক্ষের আরও বক্তব্য, এই স্বাস্থ্য সমীক্ষা কেবল পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশেই চলছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একইভাবে সমীক্ষা করা হচ্ছে। উদ্দেশ্য একটাই— জনগণের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি বোঝা এবং ভবিষ্যতে কী কী প্রয়োজন, তার পর্যালোচনা করা।বিশেষজ্ঞমহলের মতে, মুখ্যমন্ত্রীর অভিযোগ এবং এইমস কর্তৃপক্ষের পাল্টা বিবৃতির ফলে ঘটনাটি আরও আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

Related posts

Leave a Comment