April 16, 2025
দেশ

উজবেকিস্তানে মেঘালয়ের মুখ্যসচিবের রহস্য মৃত্যু

ফাইল চিত্র

উজবেকিস্তানে মেঘালয়ের মুখ্যসচিব সৈয়দ মহম্মদ আর রাজির রহস্য মৃত্যু। গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন রাজি। সোমবার সকালে বারবার রাজির মোবাইল ফোনে ফোন করা হলেও তিনি তোলেননি। তখনই সন্দেহ হয় অন্যান্য আধিকারিকদের। হোটেল কর্মীদের সাহায্য নিয়ে ভাঙা হয় হোটেলের দরজা। দেখা যায় ভিতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই আধিকারিক। রাজির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর উজবেকিস্তানে  রওনা হয়ে যান ওই আধিকারিকের স্ত্রী। তাঁর এই সফরের আয়োজন করেছে মেঘালয় সরকার।

Related posts

Leave a Comment