মেয়রকে ফোন করেছিলেন কলকাতার বাসিন্দা, রাজর্ষি সিকদার। কলকাতা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পরিবারে স্বাস্থ্য সাথী কার্ড ছিল না। আবেদন করেও মিল ছিল না কার্ড। অভিযোগ শোনামাত্রই মেয়র ফিরহাদ হাকিমের তৎপরতা। ২৪ ঘন্টার মধ্যে শিকদার পরিবার স্বাস্থ্য সাথী কার্ড এর আওতায় এলো। মেয়র নিজের ঘর থেকেই স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিলেন রাজর্ষি বাবু ও তার পরিবারের হাতে।
মেয়রের কাছে ফোন করেছিলেন আশা ছিল; কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই কার্ড পেয়ে যাবেন এতটা ভাবতে পারেননি রাজর্ষি বাবু ও তার স্ত্রী।
বাইট-১) রাজর্ষি শিকদার। ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কলকাতা পৌরসভা।
২) নন্দিনী ব্যানার্জি। রাজর্ষি বাবুর স্ত্রী।
৩) ফিরহাদ হাকিম। মেয়র। কলকাতা পুরসভা।