31 C
Kolkata
August 1, 2025
Uncategorized

মন্দারমণি বীচ থেকে পর্যটক যুবকের দেহ উদ্ধার

মন্দারমণি: তাজপুরে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটক যুবকের দেহ উদ্ধার হলো মন্দারমণি থেকে। মৃত পর্যটক যুবকের নাম সুবোধ বিশ্বাস( ৩২)। বাড়ি নিউ ব্যারাকপুর।

জানাগিয়েছে, শনিবার বন্ধুদের সাথে তাজপুর বেড়াতে এসেছিলো সুবোধ। বন্ধুদের সাথে সমুদ্র স্নানে নামে। বিকেল নাগাদ তলিয়ে যায়। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মন্দারমণি বীচে একটি দেহ সমুদ্রে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে। গতকাল তাজপুর থেকে তলিয়ে যাওয়া নিখোঁজ পর্যটক বলে সনাক্ত করে পুলিয়া। মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

দিঘায় জগন্নাথ ধাম গড়ে ওঠার পর থেকে দিঘা সহ তাজপুর,মন্দারমণি, শংকরপুর প্রভৃতি পর্যটনকেন্দ্রে ভীড় বাড়ছে। সমুদ্রে স্নানে নেমে তলিয়ে অঘটন ঘটে চলেছে।পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রস্নানে নেমেই ঘটছে বিপত্ত। এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা।।

Related posts

Leave a Comment