মঙ্গলবার এটিহ্যাড স্টেডিয়ামে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার সিটি। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এলো পেপ গুয়ার্দিওলার দল। ম্যাঞ্চেস্টার সিটি এখন ৬১ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্টের উপরে জায়গা করে নিল। সিটির কাছে হেরে গিয়ে অ্যাস্টন ভিলাকে নেমে যেতে হল সপ্তম স্থানে।
next post