November 1, 2025
টিভি-ও-সিনেমা

শ্বেতার হাতকাটা ব্লাউজ বিতর্কে পাশে দাঁড়ালেন অভিনেত্রী মমতা শঙ্কর

অভিনেত্রী শ্বেতা হাতকাটা ব্লাউজ নিয়ে তাঁর অস্বস্তির কথা প্রকাশ করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা শুরু হয়েছে। এবার শ্বেতার সমর্থনে সরব হলেন প্রবীণ অভিনেত্রী মমতা শঙ্কর।মমতার কথায়, “যদি শ্বেতার সত্যিই মনে হয়ে থাকে যে হাতকাটা পোশাকে সে স্বচ্ছন্দ নয়, তবে সেটাই তার ব্যক্তিগত অনুভূতি। অস্বস্তির পোশাক পরলে কাজের উপর প্রভাব পড়ে, অভিনয়ের সময় মনোযোগ নষ্ট হয়।

সেই জন্য শ্বেতা যা বলেছে, তা যথার্থই বলেছে।”তিনি আরও যোগ করেন, “অকারণে শরীর প্রদর্শনের মতো পোশাক পরতে কারও বাধ্য করা উচিত নয়। চরিত্র বা চিত্রনাট্যের প্রয়োজনে যদি এমন পোশাক দরকার হয়, তবে অভিনেতারা তা মেনে নেন। কিন্তু কারণ ছাড়া এই ধরনের পোশাক চাপিয়ে দেওয়া হলে আপত্তি জানানো একেবারেই স্বাভাবিক।”নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন মমতা শঙ্কর।

তিনি বলেন, “মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবিতে আমি সাঁওতাল রমণীর চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রের দাবিতেই আমাকে ব্লাউজ ছাড়া ছোট শাড়ি পরতে হয়েছিল। সেখানে প্রয়োজন ছিল, তাই করেছি। কিন্তু যেখানে প্রয়োজন নেই, সেখানে কেন ওই ধরনের পোশাক পরব?”শ্বেতার সঙ্গে ২০১২ সাল থেকে কাজ করছেন বলে জানান মমতা। তাঁর কথায়, “ওকে আমি খুব ভাল চিনি, অনেক স্নেহ করি। শ্বেতা এমন মেয়ে নয় যে, ইচ্ছে করে অকারণে কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে।”

Related posts

Leave a Comment