কলকাতা, ২ ডিসেম্বর—রাজ্য প্রশাসনের সাড়ে চার বছরের কাজের হিসেব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এই সময়কালে রাজ্যে ২ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, পাশাপাশি মানবকেন্দ্রিক একাধিক কল্যাণমূলক প্রকল্প আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে।মুখ্যমন্ত্রীর দাবি, দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন— এই তিন দিকেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে তাঁর সরকার।
এছাড়াও কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বৃত্তি কর্মসূচি— এসব প্রকল্পের সুফল সরাসরি পেয়েছেন কোটি কোটি মানুষ।মমতা বলেন, “আমাদের সরকারের লক্ষ্য সবসময় মানুষের উন্নয়ন। কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা— দু’দিকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
তিনি আরও জানান, আগামী দিনে শিল্প, স্বাস্থ্য ও শিক্ষায় আরও বৃহত্তর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।
