October 31, 2025
রাজ্য

মমতার নির্দেশ: যাদের আধার কার্ড নেই তাদের দ্রুত কার্ডের ব্যবস্থা করতে হবে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যাদের আধার কার্ড নেই তাদের জন্য অবিলম্বে আধার কার্ডের ব্যবস্থা করতে হবে।সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুসারে, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ায় আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে।

ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকার এই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেখানে চলতি বছর নির্বাচন অনুষ্ঠিত হবে।জলপাইগুড়ির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জেলা শাসকদের বলছি বিশেষ উদ্যোগ নিতে, যাতে যাদের এখনও আধার কার্ড হয়নি তাদের জন্য দ্রুত ব্যবস্থা করা যায়।”তিনি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেছেন যাতে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ না পড়ে।

মমতা বলেন, “আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নাম ভোটার লিস্টে আছে কি না। শুধু এখন নয়, আগামী ছয়-সাত মাস সতর্ক থাকতে হবে। নাম না থাকলে এনআরসি চাপিয়ে দেওয়া হবে।”প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস এই SIR প্রক্রিয়ার বিরোধিতা করে আসছেন। তাঁর অভিযোগ, এর আসল উদ্দেশ্য পশ্চিমবঙ্গে NRC ও CAA কার্যকর করা।অন্যদিকে, বিজেপি দাবি করেছে যে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী আসলে “ভয়” থেকে এই বিরোধিতা করছেন, কারণ অনেক রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।এছাড়া মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেপালে আটকে থাকা পশ্চিমবঙ্গের পর্যটকদের ফিরিয়ে আনার সব ব্যবস্থা রাজ্য সরকার করবে।

তিনি বলেন, “এক-দুদিনের মধ্যেই সবাইকে ফিরিয়ে আনা হবে। কেউ যেন তাড়াহুড়ো করে সমস্যায় না পড়ে। আমি সারা রাত সিলিগুড়ি অফিসে বসে পরিস্থিতি দেখেছি। আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন, আমরা আছি।”

Related posts

Leave a Comment