দিল্লি: ভারতীয় সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করা প্রখ্যাত মালয়ালম অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহনলাল বিশ্বনাথনকে দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৩-এ সম্মানিত করা হচ্ছে। শনিবার তথ্য ও সম্প্রচার দপ্তর জানিয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার নির্বাচনী কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মোহনলালের অসাধারণ যাত্রা প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। চার দশকেরও বেশি সময় ধরে তিনি যেভাবে অভিনয়, পরিচালনা ও প্রযোজনার মাধ্যমে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন, তা ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।’
আগামী ২৩ সেপ্টেম্বর, ২০২৫-এ অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। এই দিনই আনুষ্ঠানিকভাবে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মাননা হাতে তুলবেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক বার্তায় লিখেছেন, ‘কেরালার মাটির গন্ধ নিয়ে মোহনলালের অভিনয় ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। তাঁর বহুমুখী প্রতিভা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
মোহনলাল মূলত মালয়ালম ছবির নায়ক হলেও তামিল, হিন্দি, তেলুগু ও কন্নড় ছবিতেও তাঁর অভিনয় সমানভাবে প্রশংসিত হয়েছে। চার দশকের বেশি সময়ে তিনি ৪০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন। দর্শকের কাছে তিনি শুধু নায়ক নন, বরং একজন অসাধারণ শিল্পী, যিনি চরিত্রের ভেতরে ঢুকে অভিনয়কে জীবন্ত করে তুলেছেন।
এর আগে মোহনলালকে ২০০১ সালে পদ্মশ্রী এবং ২০১৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছিল। এবার দাদাসাহেব ফালকে পুরস্কার তাঁর কর্মজীবনে এক নতুন গৌরব যোগ করল।
