বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু্দের উপর নির্যাতনের প্রতিবাদে এবার সেই দেশের সঙ্গে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মধ্যপ্রদেশের রাইসেন জেলার মান্ডিদীপ ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলের রপ্তানিকারীরা। এতদিন পর্যন্ত মান্ডিদীপ থেকে তুলো, সুতো, ট্রাক্টর, ওষুধপত্র, অটো, রেলের যন্ত্রাংশ, প্লাস্টিক, কাগজ ও স্টিলের আসবাব-সহ ২৭টি পণ্য বাংলাদেশে রপ্তানি করা হতো। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে পণ্য পাঠানো বন্ধ করার সিন্ধান্ত নিয়ে বাংলাদেশকে ধাক্কা দিতে চেয়েছেন রপ্তানিকারীরা ।
previous post
next post