টরন্টো, ৫ নভেম্বর:বলিউড অভিনেত্রী মাধুরী দিক্ষিত সম্প্রতি টরন্টোতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সমালোচনার মুখে পড়েন। দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন যখন অভিনেত্রী নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর মঞ্চে পৌঁছান। সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেন, ‘স্টার অ্যাটিটিউড’-এর জন্যই তিনি দেরি করেছেন।তবে আয়োজক সংস্থা Global Desi Fest এক বিবৃতিতে জানিয়েছে, মাধুরীর দেরির কারণ ছিল সম্পূর্ণ প্রযুক্তিগত।
বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্সে অনাকাঙ্ক্ষিত বিলম্ব এবং ট্র্যাফিক সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ভেন্যুতে পৌঁছানো সম্ভব হয়নি।সংস্থা আরও জানায়, মাধুরী অনুষ্ঠান শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং দর্শকদের সঙ্গে মঞ্চে একাধিক জনপ্রিয় গানে নাচতেও দেখা যায়। আয়োজকদের দাবি, ‘‘তিনি পেশাদারিত্বের সঙ্গে অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন এবং দর্শকরাও শেষে উচ্ছ্বসিত করতালিতে তাকে সম্মান জানান।”এই ঘটনার পর অভিনেত্রীর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর পক্ষে সমর্থন জানিয়ে বলেন, ‘‘একজন আন্তর্জাতিক তারকার ব্যস্ত সময়সূচি থাকাটা স্বাভাবিক। তবু তিনি অনুষ্ঠান শেষ পর্যন্ত করেছেন — সেটাই বড় কথা।”
