কলকাতা, ২০ নভেম্বর —এক সাহিত্য-আড্ডায় আচমকাই প্রশ্ন ছুঁড়ে দিলেন ম্যাডাম সেনগুপ্তা—“কিন্তু রোমাঞ্চটা কোথায়?” তাঁর এই মন্তব্যে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। প্রসঙ্গ ছিল আধুনিক গল্পে উত্তেজনা ও টানটান নাটকীয়তার ঘাটতি।
আলোচনায় তিনি বলেন, অনেক লেখাই এখন সাজানো-গোছানো হলেও তাতে নেই সেই ‘থ্রিল’, যা পাঠককে পাতা উল্টোতে বাধ্য করে। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে সাহিত্য মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক—বর্তমান লেখকেরা কি সত্যিই রোমাঞ্চ কম লিখছেন, নাকি পাঠকদের প্রত্যাশাই বদলে গেছে? আলোচনার এই ঝলকেই জমে ওঠে আড্ডা।
English Title:
