November 1, 2025
দেশ

নবাবের শহরে মহাসম্ভাষণ : নিজ শহরে ফিরছেন গগনযাত্রী শুভাংশু শুক্লা

নবাবের শহর লখনউ সাজসজ্জায় সেজে উঠেছে প্রথম ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা-কে স্বাগত জানাতে, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরেছেন। আগামীকাল সকালে তাঁর আগমন উপলক্ষে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী, মন্ত্রীমণ্ডল ও বিজেপি নেতারা বিকেল ৪টায় লোক ভবনে শুভাংশু শুক্লা ও তাঁর বাবা-মাকে সংবর্ধনা জানাবেন।

লখনউ পৌরসভা দিনটিকে ঐতিহাসিক করে তুলতে প্রস্তুত। চৌধুরী চরণ সিং বিমানবন্দর থেকে গোমতীনগর এক্সটেনশন পর্যন্ত একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শহরের নানা গুরুত্বপূর্ণ স্থানে স্বাগত দ্বার নির্মাণ করা হয়েছে। মেয়র সুষমা খারকওয়ালের নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মীরা তাঁকে বরণ করবেন।ত্রিবেণী নগরে তাঁর বাড়ির সামনে নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতীকী সম্মান হিসেবে ওই রাস্তার নামকরণও হবে তাঁর নামে।

বাবা শম্ভু দয়াল শুক্লা ও মা আশা শুক্লা জানিয়েছেন, পরিবারের সকলে বিমানবন্দরে গিয়ে তাঁকে গ্রহণ করবেন। বোন জানিয়েছেন, রাখি বেঁধে ভাইকে স্বাগত জানাবেন।তিন দিনের লখনউ সফরে শুভাংশু বিশেষ নিরাপত্তার অধীনে ভিভিআইপি নয়মিষ অতিথি ভবনে থাকবেন। তবে মাঝেমধ্যে তিনি নিজের ত্রিবেণী নগরের বাড়িতেও যাবেন।এদিকে, সিটি মন্টেসরি স্কুল (সিএমএস) আগামীকাল সকাল ৯:৩০-এ জ্যোতিষ্বর মিশ্র পার্কে এক মহা বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে জাতীয় নায়ক গগনযাত্রী শুভাংশুর সম্মানে। পরে গোমতীনগর এক্সটেনশন শাখায় অনুষ্ঠানে তাঁর পরিবারকে সম্মান জানানো হবে এবং দুপুর ১২টায় তিনি এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থেকে গোমতীনগর এক্সটেনশন পর্যন্ত বিভিন্ন রুটে সকাল ৭টা থেকে ট্রাফিক পরিবর্তন কার্যকর থাকবে।

Related posts

Leave a Comment