31 C
Kolkata
August 1, 2025
Featured

এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর

আবারও জাল লটারি কাণ্ড! সিভিক ভলেন্টিয়ার এর বাড়িতে লটারি চক্র, উত্তাল ইটাহার! উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত চিতর কমলাই এলাকায় ফের চাঞ্চল্যকর জাল লটারির অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। সূত্রের খবর, সিভিক ভলেন্টিয়ার অরূপ সরকার এর বাড়িতে চলছে বেআইনি লটারি চক্রের কারবার।স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সিভিক এর বাড়ির ভিতরে একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে জাল লটারি পরিচালনা করছিলেন। ঘটনাটি চোখে পড়তেই এলাকাবাসীরা বাড়িটি ঘিরে ফেলেন এবং শুরু হয় উত্তেজনা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র।
তবে এই ঘটনার পরেও একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে।

এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে বলছেন, “যদি এক জন সিভিক বাড়িতেই এমন বেআইনি কর্মকাণ্ড চলে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপত্তা আশা করবে?”ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত অভিযানে চারজনকে গ্রেফতার করে। যদিও তাদের নাম এখনও জানা যায়নি।পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং লটারি চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।তবে সেই সিভিক ভলেন্টিয়ার অরূপ সরকার এর ভূমিকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। এই বেআইনি কার্যকলাপ তাঁর অজ্ঞাতে হয়েছে, নাকি তিনি নিজেই জড়িত—সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যায়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনরোষ ছড়িয়ে পড়েছে। চিতর কমলাইয়ের মানুষ চাইছেন, এই চক্রের মূল মাথাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।.
তবে প্রশ্ন একটাই আইনের রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে ওঠে, তাহলে সমাজ কোথায় দাঁড়াবে—এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে উত্তাল ইটাহারে।

Related posts

Leave a Comment