একে দাবানলের রাক্ষুসী আগুনের থাবায় রক্ষে নেই, তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ধেয়ে আসা শক্তিশালী টর্নেডো। ফলে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের এই ভয়াবহ দাবানল। দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত এই দাবানলে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের মধ্যে লস অ্যাঞ্জেলেসে পশ্চিমে পালিসেডেসের থেকে ৮ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনের দেহ মিলেছে ইয়াটনের দিক থেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এমনই আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ক্যালিফর্নিয়ার গভর্নর গভিন নিউসম জানিয়েছেন, আমেরিকার ইতিহাসে এটিই হয়তো সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ১৩৫ থেকে ১৫০ মিলিয়ন ডলার। এতদিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছিল দমকলবাহিনী। তবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে টর্নেডো ধেয়ে আসার কারণে হাওয়ার দাপট অনেকটাই বেড়েছে। সেজন্য সাময়িকভাবে বিরতি নিয়েছে দমকলবাহিনী। এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকল কর্মীরা।