31 C
Kolkata
October 31, 2025
টিভি-ও-সিনেমা

দুর্গাপুরে প্রশাসনের বিরুদ্ধে লকেট চ্যাটার্জির তীব্র আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা

দুর্গাপুর, পশ্চিমবঙ্গ: দুর্গাপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এখানে বিল্ডিংয়ে ‘ইমার্জেন্সি’ লেখা আছে, কিন্তু সেটি বন্ধ। এটি তো ২৪ ঘণ্টা খোলা থাকার কথা।

অথচ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ভিতরে অবস্থান করছে, ডাক্তাররা বাইরে!”লকেটের তীব্র ভাষায়, “এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন চলছে, যা অনেকটা তালেবান বা পাকিস্তানের মতো। নারী নিরাপত্তা ও প্রশাসনিক জবাবদিহিতা রাজ্যে একেবারেই নেই।”তিনি মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই বলেন, কোনও নারী রাতে বনবিভাগে না যাক, কারণ প্রাণী আক্রমণ করতে পারে।

অথচ অপারেশন সিনদুরের সময় নারী অফিসাররা রাতে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। এটাই আজকের পশ্চিমবঙ্গের চিত্র।”লকেট দাবি করেন, “পশ্চিমবঙ্গের মহিলারা এবার এর জবাব দেবে।”রাজনৈতিক মহলে তাঁর এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ইমার্জেন্সি ইউনিট বন্ধ থাকলে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, মানবিক সংকটের ইঙ্গিতও বহন করে

তাঁদের বক্তব্য, “ডাক্তাররা বাইরে থাকলে আর পুলিশ ভিতরে থাকলে, রোগীসেবা কীভাবে সম্ভব?”অন্যদিকে, এই অভিযোগ ও মন্তব্যের বিষয়ে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের দপ্তরও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্গাপুরে অপারেশন সিনদুর-এর সময় ঘটে যাওয়া সহিংসতা এবং প্রশাসনিক পদক্ষেপ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই লকেটের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।


English Title: Locket Chatterjee Slams Mama

Related posts

Leave a Comment