বেঙ্গালুরু: আরএসএস-কে ঘিরে ফের বিতর্কে কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। শুক্রবার তিনি বিজেপির পালটা জবাবে তীব্র মন্তব্য করে বলেন, “বিজেপি নেতাদের সন্তানরা যদি প্রকাশ্যে আরএসএসের পোশাক পরে এবং গোমূত্র পান করে, তাহলে আমি কথা বলা বন্ধ করব।”সম্প্রতি আরএসএসের প্রকাশ্য কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা চেয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা খাড়গে, যার জেরে বিজেপি তীব্র প্রতিক্রিয়া দেখায়। তারই পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন তিনি।
প্রিয়াঙ্ক খাড়গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে এক চিঠিতে অনুরোধ করেন, আরএসএস-সংযুক্ত কার্যক্রমে অংশ নেওয়া সরকারি কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে।চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘কর্ণাটক সিভিল সার্ভিস (কনডাক্ট) রুলস’ অনুযায়ী কোনো সরকারি কর্মী রাজনৈতিক মতাদর্শভিত্তিক সংগঠনের সদস্য হতে পারেন না বা তাদের কার্যক্রমে অংশ নিতে পারেন না।তিনি অভিযোগ করেন, “সাম্প্রতিক কালে বেশ কিছু সরকারি কর্মী আরএসএসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা নিয়মবিরুদ্ধ। 
মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, এই বিষয়ে নতুন সার্কুলার জারি করে কর্মীদের সতর্ক করা হোক।”এর আগেও, ৪ অক্টোবর তারিখে খাড়গে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়ে সরকারি প্রতিষ্ঠান, স্কুল, পার্ক ও খেলার মাঠে আরএসএস কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।পরে সংবাদমাধ্যমে তিনি জানান, তাঁর দপ্তরের কয়েকজন কর্মী আরএসএস শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে গণবেশ (Ganavesha) পরে অংশ নেওয়ায় তাঁদের বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ দেওয়া হচ্ছে।
বিজেপি পাল্টা অভিযোগ করে বলেছে, প্রিয়াঙ্ক খাড়গে এই পদক্ষেপ নিচ্ছেন গান্ধী পরিবারের মনোযোগ পেতে এবং নিজের মুখ্যমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা পূরণে। দলটি তাঁর আরএসএস-বিরোধী দাবিকে “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও মন্তব্য করেছে।

