বাংলা ভাষার প্রসার ঘটাতে এবার বিশেষ উদ্যোগ নিল কলকাতার ঐতিহ্যবাহী স্কটিশ চার্চ কলেজ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় চালু হলো অনলাইন কোর্স “এসো বাংলা শিখি”। এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ধাপে ধাপে বাংলা ভাষা শেখার সুযোগ পাবেন।
কোর্সটি তিনটি স্তরে সাজানো হয়েছে— প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড। প্রাথমিক পর্যায়ে থাকছে ২৪টি এক ঘণ্টার ক্লাস, প্রতিটির শেষে এমসিকিউর মাধ্যমে মূল্যায়ন হবে। শেখার সুবিধার জন্য ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে প্রচারচিত্র, অডিও এবং ভিজ্যুয়াল কনটেন্ট।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রাথমিকভাবে ইসকনের বিদেশি ভক্তদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হলেও, পরবর্তীতে বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারবেন। উল্লেখযোগ্যভাবে, ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদও একসময় এই কলেজের ছাত্র ছিলেন।
সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, নোডাল শিক্ষক বিদিশা সিনহা, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্রসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলা শেখার এই নতুন উদ্যোগ বিশ্বব্যাপী ভাষার প্রতি আগ্রহী মানুষদের কাছে সমাদৃত হবে।
