এবার পাকিস্তানে খতম লস্কর ই তৈবার সেই শীর্ষ কম্যান্ডার আবু কাতাল। কুখ্যাত জঙ্গি আবু কাতালের হত্যাকারী কে, শনিবার গভীর রাতে লস্কর জঙ্গিনেতার খুনের পর থেকেই এই প্রশ্ন জোরালো হতে শুরু করেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে ঝিলম এলাকায় গিয়েছিলেন কাতাল। তাঁর সঙ্গে ছিল লস্করের কয়েক জন জঙ্গি।
সাধারণ পোশাকে তাঁর ছায়াসঙ্গী হিসাবে ছিলেন কয়েকজন পাক সেনাকর্মীও। নিরাপত্তার মধ্যে থাকলেও হটাৎ করেই কয়েকজন হামলাকারীরা কাতালের ওপর এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থেকেও কী ভাবে খুন হয়ে গেলেন লস্কর নেতা কাতাল? সন্দেহ বাড়ছে এখান থেকেই।