23 C
Kolkata
December 23, 2024
দেশ

গুরুগ্রামে বন্ধুকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ১৬ বছরের কিশোরের

গুরুগ্রাম: শনিবার গুরুগ্রামে বন্ধুকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু হল ১৬ বছর বয়সী এক কিশোরের। মৃতের নাম সোনু। জানা গিয়েছে, এদিন দুপুরে অন্য চার ছেলে – যশ, অঙ্কিত, বংশ ও তার ভাই – দুপুরের দিকে সমসপুর গ্রামের পুকুরে স্নান করতে যায়। সেসময় ঘটে এই ঘটনা। সোনু চার ছেলের মধ্যে একজনকে ডুবে যেতে দেখে তাকে বাঁধের কাছে নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু উদ্ধার করতে গিয়ে সে নিজেই ডুবে যায়। যদিও অন্য তিন কিশোর সাঁতরে নিরাপদ স্থানে পৌঁছয় বলে পুলিশ জানিয়েছে।
অজ্ঞান অবস্থায় সোনুকে জলাশয় থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গ্রামবাসীরা পুলিশকে ভুল করে বলেছিলেন যে চারটি ছেলে ডুবে গেছে। এজন্য তারা চার ঘণ্টা ধরে উদ্ধার কাজ চালায়। পরে পুলিশ জানতে পারে অন্য ছেলেরা অক্ষত আছে।

Related posts

Leave a Comment