October 31, 2025
দেশ

লাদাখে রাজ্যের দাবিতে রণক্ষেত্র: পুলিশের গুলিতে নিহত ৪, আহত ৭০-র বেশি

লাদাখে রাজ্যের দাবিতে আন্দোলন ভয়াবহ আকার নিল। বুধবার লেহ-তে বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালালে অন্তত ৪ জন নিহত এবং ৭০-রও বেশি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন লেহ জেলায় কারফিউ জারি করেছে।প্রতিবেদন অনুযায়ী, ক্ষুব্ধ ছাত্র-যুবকেরা বিজেপির দপ্তর ও একাধিক সরকারি ও বেসরকারি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়।

পুলিশ টিয়ারগ্যাস এবং লাঠিচার্জ চালিয়ে ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা করে।আন্দোলনের নেতৃত্বে থাকা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক সাংবাদিকদের জানান, ৩৫ দিনের অনশন চলাকালীনই দুই প্রবীণ অনশনকারী অসুস্থ হয়ে পড়ায় ক্ষোভ বিস্ফোরিত হয়। পরে তিনি সহিংসতা এড়াতে অনশন তুলে নেন।ওয়াংচুক কেন্দ্রীয় সরকারের দেরি করার কৌশলকে দায়ী করে বলেন, “গত পাঁচ বছর ধরে বেকার যুবকদের জন্য কোনো কাজ নেই।

আমাদের ভূমি বহিরাগত শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, আর চীনও দখল করে রেখেছে আমাদের জমি।”লাদাখ ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা সাজ্জাদ কারগিলি এক্স-এ পোস্ট করে জানান, “লাদাখ এক সময় শান্তিপূর্ণ ছিল, কিন্তু এখন হতাশা আর অনিশ্চয়তার আঁধারে। সরকারের উচিত তৎক্ষণাৎ আলোচনায় বসে ষষ্ঠ তফসিল ও রাজ্যের দাবি মেনে নেওয়া।”অতিরিক্ত সিআরপিএফ মোতায়েন করা হয়েছে লেহ জুড়ে। বৃহস্পতিবার লেহ ও কারগিল জেলায় সর্বাত্মক বন্ধ ডাকা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ বলে জানা গেছে।

Related posts

Leave a Comment