উত্তর-পূর্ব ভারতের পরিবহনে এক ঐতিহাসিক অধ্যায় সূচিত হতে চলেছে। আগামীকাল (১৬ সেপ্টেম্বর) মিজোরামের রাজধানী আইজল দেশের মূল রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন ৫১.৩৮ কিমি দৈর্ঘ্যের বৈরাবি-সৈরাং রেললাইন, যা রাজ্যের রাজধানীতে প্রথমবারের মতো রেল যোগাযোগ স্থাপন করবে।এই উপলক্ষে চালু হচ্ছে তিনটি দীর্ঘপথের ট্রেন, যার মধ্যে অন্যতম কলকাতা-আইজল এক্সপ্রেস (১৩১২৫/১৩১২৬)।
 ত্রিসাপ্তাহিক এই ট্রেনটি ১,৫৩০ কিমি দূরত্ব অতিক্রম করে একমুখী যাত্রায় প্রায় ৩১ ঘণ্টা ১৫ মিনিট সময় নেবে। মিজোরামের পাহাড়ি পথে চলার সময় যাত্রীদের ৪৫টি সুড়ঙ্গ ও ৫৫টি প্রধান সেতুর মধ্য দিয়ে যেতে হবে, যার মধ্যে রয়েছে ভারতের দ্বিতীয়-সর্বোচ্চ পিয়ার ব্রিজ (উচ্চতা ১১৪ মিটার)।
উত্তর-পূর্ব সীমান্ত রেল (NFR) জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়নের ফলে উত্তর-পূর্বাঞ্চলের চারটি রাজধানী শহর এখন রেল যোগাযোগে যুক্ত হলো— গুয়াহাটি, ইটানগর, আগরতলা ও আইজল।
ট্রেন পরিষেবা সূচি:
- ট্রেন ১৩১২৬ (সৈরাং–কলকাতা এক্সপ্রেস): সকাল ১০টায় ছাড়বে, পরদিন বিকেল ৫টায় পৌঁছাবে কলকাতায়।
- ট্রেন ১৩১২৫ (কলকাতা–সৈরাং এক্সপ্রেস): শনিবার, মঙ্গলবার ও বুধবার দুপুর ১২:২৫-এ ছাড়বে, পরদিন সন্ধ্যা ৭:৪৫-এ পৌঁছাবে সৈরাং।
- পরিষেবা শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে।
পথে প্রধান স্টেশনগুলির মধ্যে রয়েছে বদরপুর জংশন, গুয়াহাটি, গোলপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি ও মালদা টাউন।এটি শুধু রেল পরিবহন নয়, উত্তর-পূর্ব ভারতের পর্যটন, বাণিজ্য ও উন্নয়নের জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে।

