আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এনডিএ-র প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেছে বিজেপি। রবিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ঘোষণা করেন। এই সিদ্ধান্তে শাসক জোটের নেতারা যেখানে স্বাগত জানিয়েছেন, সেখানে বিরোধী দলগুলির তরফে উঠেছে তীব্র প্রশ্ন।
বিরোধীদের অভিযোগ, বিজেপি আবারও আরএসএসের ঘনিষ্ঠ একজনকে সাংবিধানিক পদে বসানোর চেষ্টা করছে। এনসিপি-এসসিপি নেতা রোহিত পওয়ার রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানালেও সতর্কবার্তা দিয়ে বলেন, “রাধাকৃষ্ণনজি আরএসএস ও বিজেপির ঘনিষ্ঠ। তাঁকে মহারাষ্ট্রে ইচ্ছে করেই পাঠানো হয়েছিল। এখন তাঁকে উপ-রাষ্ট্রপতি করা হচ্ছে। আমরা শুভেচ্ছা জানাই, কিন্তু ধানখড় সাহেবের সঙ্গে যা হয়েছিল, তা মাথায় রাখা উচিত।
”উল্লেখ্য, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধানখড় বিরোধীদের একটি প্রস্তাব মেনে নেওয়ার পর হঠাৎ পদত্যাগ করেছিলেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। যদিও সরকারি ভাবে তিনি স্বাস্থ্যের কারণ দেখান, বিরোধীদের দাবি ছিল—আসলে চাপের মুখেই তাঁকে সরে যেতে হয়েছিল।ডিএমকে নেতা টি কে এস ইলঙ্গোভানও রাধাকৃষ্ণনের মনোনয়নকে রাজনৈতিক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এটা ভাষার ভিত্তিতে নয়, রাজনৈতিক দৃষ্টিতেই দেখতে হবে। ধানখড়ের মতো পরিস্থিতি যেন রাধাকৃষ্ণনের সামনে না আসে।
”তামিলনাড়ুর বাসিন্দা রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই মনোনয়নকে দক্ষিণ ভারতে বিজেপির প্রভাব বিস্তারের কৌশল হিসেবেও দেখা হচ্ছে।

