September 3, 2025
দেশ

দল থেকে বরখাস্তের পরদিনই বিএআরএস ছাড়লেন কে কবিতা, হরিশ রাওয়ের বিরুদ্ধে পরিবারের ক্ষতি করার অভিযোগ

দল থেকে বরখাস্ত হওয়ার একদিন পরই বুধবার বিএআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা পদত্যাগের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, তাঁর কাজিন ও সাবেক মন্ত্রী টি হরিশ রাও এবং সাবেক সাংসদ জে সান্তোষ রাও দল ও পরিবার ধ্বংস করার পরিকল্পনা করছেন।

এর আগে মঙ্গলবার “বিরোধী দলীয় কর্মকাণ্ডে” যুক্ত থাকার অভিযোগে কবিতাকে বিএআরএস থেকে বরখাস্ত করা হয়।কবিতা বলেন, তিনি মিডিয়ার মাধ্যমে বরখাস্তের খবর জানতে পারেন। “তিহার জেল থেকে মুক্তির পর আমি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছি, বিসি সংরক্ষণসহ কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানা উদ্যোগে বিএআরএসের পতাকা নিয়ে কাজ করেছি।

এগুলো কীভাবে দলবিরোধী কাজ হয়, আমি বুঝতে পারছি না।”তিনি তাঁর বাবা ও বিএআরএস সভাপতি কেসিআরকে সতর্ক করে বলেন, চারপাশের কয়েকজন নেতা মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির সঙ্গে মিলে দল ধ্বংসের ষড়যন্ত্র করছেন।কবিতার অভিযোগ, “রেভন্ত রেড্ডি ও হরিশ রাও বিমানে ভ্রমণের সময় আমাদের পরিবার ধ্বংসের পরিকল্পনা করেছেন।

রেভন্ত রেড্ডিকে এর জবাব দিতে হবে।”তিনি আরও দাবি করেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তাঁর পরিবারকে (কেসিআর, কেটিআরসহ) নিশানা করছেন। কবিতার অভিযোগ, হরিশ রাও সেচমন্ত্রী থাকাকালীন কেলেশ্বরম প্রকল্প শুরু হলেও তাঁর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা হয়নি।

Related posts

Leave a Comment