November 1, 2025
দেশ

ওয়াকফ সংশোধনী বিল পাশ করল জেপিসি

ফাইল চিত্র

ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill,  2024) অনুমোদনের পথে যৌথ সংসদীয় কমিটি (JPC)। বিজেপি-র নেতৃত্বাধীন NDA-র সদস্যদের প্রস্তাবিত সব কটি সংশোধনীই মেনে নিল জেপিসি। এবং বিরোধী দলের সদস্যদের সব প্রস্তাবই খারিজ করা হল। যার নির্যাস, ওয়াকফ সংশোধনী বিল পাশের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল কেন্দ্রীয় সরকার।

গত বছর ৮ আগস্ট ওয়াকফ বিল পেশ করা হয়। লোকসভায় প্রস্তাবিত বিল পেশের পরেই কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তা পাঠিযে দিয়েছিলেন জেপিসিতে। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার।

প্রাথমিকভাবে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিলো বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই ওয়াকফ বিলে সবুজ সংকেত দিয়েছে কমিটি।

বিরোধী সাংসদদের তুমুল আপত্তি উপেক্ষা করেই সোমবার কেন্দ্রের শাসকদল বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক জোটের প্রস্তাবিত ১৪টি রদবদলেই সবুজ সংকেত দিয়েছে জেপিসি।

এই বিলে বিরোধী সাংসদরা ৪৪টি সংশোধনীর দাবি করেছিলেন। কিন্তু তাঁদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি। এই বিল পাশ হওয়ার পর একযোগে প্রতিবাদ করে বিরোধী সাংসদরা জানিয়েছেন, সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন, তাই তাড়াহুড়ো করে পাশ করানো হয়েছে ওয়াকফ বিল।

১) বিরোধীদের ৪৪ সংশোধনীই খারিজ

২) ১৪টি সংশোধনের নির্দেশ কমিটির

৩) গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল।

৪) ২৯ জানুয়ারি এই ১৪টি পরিবর্তনের ওপরে ভোটাভুটি হবে কমিটিতে

৫) ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে

৬) বিজেপির পক্ষ থেকে ২৩টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে।

৭) বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র ১০টি করে ভোট পড়েছে। ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারে কমিটি।

Related posts

Leave a Comment