October 31, 2025
দেশ

কেলেঙ্কারির মধ্যে স্থগিত: জম্মু-কাশ্মীরে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষা বাতিল করল জেকেএসএসবি

“প্রশ্নফাঁস”, “অব্যবস্থাপনা” এবং “আবহাওয়া জনিত সমস্যা”—এই অভিযোগের মধ্যে জম্মু ও কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড (JKSSB) রবিবার জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদের ওএমআর-ভিত্তিক লিখিত পরীক্ষা বাতিল করেছে।

একটির পর একটি পরীক্ষা বাতিল হওয়ায় এবং প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় রাজ্যে বিতর্কের ঝড় উঠেছে। বহু প্রার্থী ও অভিভাবক অভিযোগ করেছেন যে প্রশ্নফাঁস হয়েছে, অন্যদিকে জেকেএসএসবি জানিয়েছে, আবহাওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে।কাশ্মীরের কিছু পরীক্ষার্থী অভিযোগ করেছেন, পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে। এর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।শ্রীনগর শহরের এক কেন্দ্রেও বিভ্রান্তি দেখা দেয়। পরীক্ষক দল জানায় খারাপ আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত, কিন্তু পরীক্ষার্থীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি।

পরে জেকেএসএসবি জানায়— “আবহাওয়া জনিত কারণে পরীক্ষার সময় সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল। ৩৪টি কেন্দ্রে পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হলেও একটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।”বোর্ড আরও জানায়, “২৪ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিদ্যুৎ উন্নয়ন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পরীক্ষাটি বাতিল করা হলো। নতুন তারিখ পরে জানানো হবে।”এদিকে, পিডিপি নেত্রী ইলতিজা মুফতি এবং পিপলস কনফারেন্স প্রধান সাজাদ লোন বিষয়টি নিয়ে জেকেএসএসবি-কে কড়া সমালোচনা করেছেন।

ইলতিজা মুফতি এক্স-এ লেখেন— “যুবসমাজ এনসি-কে ভোট দিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার আশা করেছিল। অথচ আজকের প্রশ্নফাঁস প্রমাণ করছে এই সরকার দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হচ্ছে।”সাজাদ লোন লিখেছেন— “আমরা এখন কেলেঙ্কারির শীর্ষে। নিয়োগ প্রক্রিয়ায় এটি দিনের আলোর ডাকাতি ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে জেকেএসএসবি নানা বিতর্কে জড়িয়ে পড়েছে। হিসাব সহকারী, জল শক্তি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) এবং হোম ডিপার্টমেন্টের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় (২০২০ ও ২০২২) অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ইডি ও সিবিআই একাধিক মামলা করেছে। যদিও সম্প্রতি রাজ্য বিধানসভায় সরকার দাবি করেছে, গত দুই বছরে কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।

Related posts

Leave a Comment