ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন গঙ্গওয়ার আজ উলিহাটুতে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন। বীরসা মুণ্ডার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁরা তাঁর সংগ্রামী জীবন ও আদিবাসী সমাজের অধিকারের জন্য লড়াইয়ের কথা স্মরণ করেন।
মুখ্যমন্ত্রী সোরেন বলেন, বীরসা মুণ্ডা শুধু একজন বিপ্লবী নন, একটি যুগের প্রতীক—যিনি আদিবাসী সমাজের আত্মসম্মান, জমির অধিকার ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। রাজ্যপাল গঙ্গওয়ারও জানান, তাঁর আদর্শ আগামী প্রজন্মকে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং আলোচনাসভার মধ্য দিয়ে আজ ‘বীরসা মুণ্ডা জন্মজয়ন্তী’ উদযাপন করা হয়।
