October 31, 2025
দেশ

চীনের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন এস জয়শঙ্কর, সম্পর্ক স্থিতিশীল করার আশ্বাস

দিল্লি — চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং চীনের জনগণকে দেশের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার এক্স-এ দেওয়া বার্তায় তিনি জানান, ভারত-চীন সম্পর্ক স্থিতিশীল ও পুনর্গঠনের জন্য তিনি আশাবাদী।বুধবার ছিল গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠা দিবস।

১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সেতুং এই রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন।জয়শঙ্কর লেখেন— ‘গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা দিবসে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং চীনের জনগণকে অভিনন্দন জানাই। আমাদের সম্পর্ক স্থিতিশীল ও পুনর্গঠনে যৌথ কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি।’এর আগে গত সেপ্টেম্বরে তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি চিনফিংয়ের বৈঠক হয়। সেখানে দুই নেতা সীমান্ত শান্তি বজায় রাখা, দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক সম্পর্ক মজবুত করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন।প্রধানমন্ত্রী মোদী সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন।

উভয় নেতা গত বছরের সফলভাবে সীমান্ত থেকে সেনা প্রত্যাহার এবং শান্তি বজায় থাকার বিষয়টি সন্তোষের সঙ্গে উল্লেখ করেন। তাঁরা সীমান্ত সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।দুই দেশ পর্যটন, ভিসা সুবিধা, কাইলাস মানসসরোবর যাত্রা পুনরায় চালু করা, সরাসরি বিমান পরিষেবা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ একাধিক বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেছে। উভয়েই জানায়, ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয়, বরং উন্নয়নের সহযোগী— পারস্পরিক সম্মান, স্বার্থ ও সংবেদনশীলতার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে।

Related posts

Leave a Comment