November 2, 2025
দেশ

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজস্থানের প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের আবেদন

উপরাষ্ট্রপতির পদ থেকে আকস্মিক ইস্তফার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। এবার ফের আলোচনায় উঠে এলেন তিনি। সম্প্রতি ধনকড় রাজস্থান বিধানসভার প্রাক্তন বিধায়ক হিসেবে পেনশনের জন্য আবেদন করেছেন।রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি জানিয়েছেন, আবেদনটি নিয়মমাফিক খতিয়ে দেখা হবে এবং তার পর ধনকড়কে জানানো হবে। উল্লেখযোগ্যভাবে, ধনকড় ১৯৯৩ সালে কংগ্রেসের টিকিটে আজমির জেলার কিষাণগড় কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তখন তিনি রাজস্থানের দশম বিধানসভার সদস্য ছিলেন এবং বিধানসভার রুলস কমিটিতেও তিন বছর কাজ করেন।

কত টাকা পেনশন পাবেন ধনকড়?

রাজস্থানের নিয়ম অনুযায়ী, প্রাক্তন বিধায়কেরা মাসে ৩৫,০০০ টাকা পেনশন পান। ৭০ বছরের বেশি বয়স হলে সেই অঙ্কের সঙ্গে আরও ২০ শতাংশ যোগ হয়। বর্তমানে ৭৪ বছর বয়স হওয়ায় ধনকড় মাসে প্রায় ৪২,০০০ টাকা পেনশন পাবেন। এর সঙ্গে থাকছে বাড়িভাড়া, চিকিৎসা খরচ ও সরকারি বাসভবনে স্বল্প ভাড়ায় থাকার সুবিধা।

ধনকড়ের রাজনৈতিক ও সাংবিধানিক যাত্রাপথ


জগদীপ ধনকড় শুধু বিধায়কই ছিলেন না—তিনি ঝুনঝুনু থেকে লোকসভার সাংসদও হয়েছিলেন। চন্দ্রশেখর সরকারের সময় সংসদীয় বিষয়ক রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলান। পরে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২২ সালে দেশের উপরাষ্ট্রপতি পদে আসীন হন। তবে চলতি বছরের ২১ জুলাই তিনি হঠাৎ ইস্তফা দিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন।

ইস্তফার পর ধনকড়ের জীবন

ইস্তফার পর থেকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাঁকে। একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। নিয়মিত যোগব্যায়াম করছেন এবং টেবিল টেনিস খেলছেন—যার শুরু হয়েছিল বাংলার রাজভবনে তাঁর রাজ্যপাল থাকাকালীন সময়েই। উপরাষ্ট্রপতির বাংলোতেও কর্মচারী ও বন্ধুদের সঙ্গে নিয়মিত এই খেলা চালিয়ে গেছেন।

Related posts

Leave a Comment