31 C
Kolkata
August 1, 2025
বিদেশ

ফের ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের ট্যাঙ্ক বাহিনী

প্রতিনিধিত্বমূলক চিত্র

আরেক শহরে হামলা ইজরায়েলি সেনার।  প্রায় ২৪ বছর পর এই প্রথম আর এক প্যালেস্তাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্ককে এবার নিশানা করে হামলা চালাল নেতানিয়াহুর সেনা।  রবিবার রাতে ইজরায়েলি ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছে ওই ভূখণ্ডের অধিগৃহীত অংশে।  রবিবার রাতে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেন, ‘সন্ত্রাসবাদীদের নির্মূল করতে আমরা সেনাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।’ তাঁর ওই ঘোষণার পরেই ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি ফৌজের হানাদারির তীব্রতা বেড়েছে বলে ওই এলাকার নিয়ন্ত্রক ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ’ জানিয়েছেন।

ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে সব থেকে ক্ষতিগ্রস্ত শহর গাজা। ইজরায়েলি হামলায় প্রায় মৃত্যুপুরীতে পরিণত গাজা। গত ২১ জানুয়ারি থেকে ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাঞ্চলে সেনা অভিযান শুরু করেছিল ইজরায়েলি বাহিনী। কিন্তু এতদিন সেখানে ট্যাঙ্ক বহর মোতায়েন করেনি তারা।

প্রসঙ্গত, প্যালেস্টাইনি স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা, প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন জোট ‘প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন’ (পিএলও)-এর নিয়ন্ত্রণে রয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ড। সোমবার ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নেতানিয়াহু। সেখানে বক্তব্য রাখার সময় বলেন, “কোনও বাছাই নয়, আমরা সব পণবন্দির মুক্তি চাই। সব বন্দিরা বাড়ি ফিরে আসবেন। হামাস কখনও গাজা শাসন করতে পারে না। আমরা ওই দানবদের পরাজিত করবই। মনে রাখবেন, সমঝোতার পথে হেঁটে কখনও জয় আসে না। অন্য পথে জয় ছিনিয়ে নিতে হয়।”

যেকোনও সময় যুদ্ধে ফিরতে পারে ইজরায়েল। একদিকে ওয়েস্ট ব্যাঙ্কে হানা অপরদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর  হুঙ্কার, সমস্ত পরিকল্পনা তৈরি। এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। চুক্তি অনুযায়ী হামাসের ডেরা থেকে মুক্তি পাচ্ছে ইজরায়েলের পণবন্দিরা। জেলবন্দি প্যালেস্তিনীয়দেরও ছেড়ে দিচ্ছে ইজরায়েলি প্রশাসন। যুদ্ধবিরতির শর্ত হামাস উলঙ্ঘন করেছে বলে ইতিমধ্যে অভিযোগ করেছে ইজরায়েল। কারণ এর মাঝেই কয়েকদিন আগে তেল আভিভে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

গত ১৯ জানুয়ারি ইজরায়েল ও গাজার মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি। আর সেই চুক্তিমতো প্রথমেই তিন বন্দিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত স্বশাসিত প্যালেস্তাইন কর্তৃপক্ষ সেখানকার প্রশাসন পরিচালনা করেন।অন্যদিকে, ৯০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল। এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৯ জন জীবিত ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে ১ হাজার ১০০ জন প্যালেস্তিনীয় বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল।

Related posts

Leave a Comment