27 C
Kolkata
August 2, 2025
Featured

নিউ আলিপুর কলেজে ভাষা সংরক্ষণে ‘ভাষা সঙ্গম’ সেলের অভিনব অনুষ্ঠান

নিজস্ব চিত্র

বাংলা ভাষা সহ ভারতের বহুভাষিক ঐতিহ্য আজ এক সংকটের মুখে। সেই প্রেক্ষিতে নিউ আলিপুর কলেজের ‘ভাষা সঙ্গম সেল’-এর উদ্যোগ এক ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে শিক্ষামহলে। কলেজের অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল (IQAC) ও মুরলিধর গার্লস কলেজের সহ-উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ভাষার প্রতি সম্মান ও সংস্কৃতির বহুত্ববাদের বার্তা ছড়িয়ে দিলো।

এই অনুষ্ঠানের মূল ভাবনা ছিল, সব ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও ভাষাভিত্তিক বিভেদের বিরুদ্ধে একটি দৃঢ় সামাজিক বার্তা দেওয়া। ভাষা সন্ত্রাস ও একমাত্রিকতার বিরুদ্ধে একটি সামাজিক-শিক্ষাগত প্রতিরোধ হিসেবেই এই প্রকল্পকে দেখছেন অনেকে।
কলেজের ‘ভাষা সঙ্গম সেল’-এর কনভেনর ড: জারিনা জারিন-কে এই উদ্যোগের জন্য বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাগণ। ভাষার বৈচিত্র্যের মধ্যেও মিলনের যে সুর — “নানা ভাষা, নানা মত, নানা পরিধান / বিবিধের মাঝে দেখ মিলন মহান” — তারই পুনরুচ্চারণ শোনা গেল পুরো আয়োজন জুড়ে।

অনুষ্ঠানে একাধিক ভাষায় কবিতা পাঠ, গানের পরিবেশনা এবং ভাষার ইতিবাচক ভূমিকা নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানের শেষে ‘সম্মিলিত ভাষা অঙ্গীকার’-এ অংশগ্রহণ করে সকলে একসুরে জানিয়ে দেন— ভাষা হোক মিলনের সেতু, বিভেদের নয়।

কলেজের অধ্যক্ষ জয়দীপ ষড়ঙ্গী বলেন,এই ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বাংলা ভাষার মর্যাদা রক্ষা পাচ্ছে, তেমনি ভারতের প্রতিটি আঞ্চলিক ভাষাও পাচ্ছে সম্মান। এই প্রচেষ্টা ভবিষ্যতে শিক্ষাঙ্গনে আরও অনেক প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী সকলে।

এই যৌথ উদ্যোগ ভাষা সন্ত্রাস রুখে, ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলুক নতুন প্রজন্মের মধ্যে—এই কামনায় শেষ হয় দিনভর এই অভিনব অনুষ্ঠান।

Related posts

Leave a Comment