31 C
Kolkata
October 31, 2025
দেশ

নাগপুর-কলকাতা ইন্ডিগো বিমানে মাঝআকাশে পাখির আঘাতের আশঙ্কা

নাগপুর থেকে কলকাতা যাওয়ার পথে একটি ইন্ডিগো বিমানে মাঝআকাশে পাখির আঘাতের আশঙ্কা দেখা দিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন কর্মকর্তারা।

মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ইন্ডিগোর 6E812 নাগপুর-কলকাতা ফ্লাইটে সন্দেহভাজনভাবে পাখির আঘাত লেগেছে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখছে এবং বিমানের পরিদর্শন শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। রুহি বলেন, “আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি কী ঘটেছে। আরও তথ্য শিগগিরই জানানো হবে।”

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাকালে বিমানে মোট ২৭২ জন যাত্রী ছিলেন। তবে কেউ আহত হননি, কারণ বিমানটি জরুরি অবতরণ করে নিরাপদে নেমে যায়।

এদিকে, দিল্লির যাত্রীদের জন্য ইন্ডিগো একটি পরামর্শ জারি করেছে। এয়ারলাইনটি জানিয়েছে, রাজধানীতে টানা বৃষ্টির কারণে স্বাভাবিক যাত্রার সময় প্রভাবিত হচ্ছে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইট স্ট্যাটাস যাচাই করতে।

Related posts

Leave a Comment