ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশী দেশ মায়ানমার। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই জরুরি পরিস্থিতিতে ভারতীয় সেনার অস্থায়ী হাসপাতাল পাঠানো হয়েছে।
বায়ুসেনার আরও দু’টি বিমানে করে ওই অস্থায়ী হাসপাতালে ভূমিকম্পে আহতদের জরুরি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ১১৮ জনের একটি দল।
এই অস্থায়ী হাসপাতালে ৬০ শয্যার চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮০ জনের একটি দলকে মায়ানমারে পাঠানো হয়েছে উদ্ধারকাজে সাহায্য করার জন্য।