ভারতের প্রথম জাতীয় ডীপটেক সম্মেলন “ডীপটেক ইন্ডিয়া ২০২৫” বুধবার আইআইটি কানপুরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে।এই ঐতিহাসিক মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ ডীপটেক খাতে দেশের নেতৃত্ব দেবে। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম টেকনোলজি, স্পেস টেক এবং বায়োসায়েন্সের মতো অত্যাধুনিক বিষয়ে ফোকাস করা হয়।
যোগী জানান, “ইন্ডিয়া ডীপটেক ২০২৫” সফল করতে এ ধরনের বৃহৎ সম্মেলনের আয়োজন অপরিহার্য এবং উত্তরপ্রদেশ এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করবে। তিনি ঘোষণা করেন, আইআইটি কানপুর হবে ভারতের ডীপটেক হাব এবং নতুন প্রযুক্তি বিপ্লবের নেতৃত্ব দেবে।সম্মেলনে ডীপটেক পলিসি ২০৩৫, দেশের প্রথম ডীপটেক অ্যাক্সেলারেটর এবং ভারতের প্রথম AI কো-পাইলট চালু করা হয়।
এগুলো ভারতের বিশ্ব প্রযুক্তি প্রতিযোগিতায় নতুন শক্তি যোগাবে।যোগী বলেন, ডীপটেক ইকোসিস্টেমের সুফল আর কেবল মেট্রো শহরেই সীমাবদ্ধ থাকবে না, বরং টিয়ার-২ ও টিয়ার-৩ শহরের যুবক ও স্টার্টআপদের কাছে পৌঁছে যাবে। এ জন্য গৌতম বুদ্ধ নগর জেলায় জমিও বরাদ্দ করা হয়েছে।সম্মেলনে ২০০-রও বেশি ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম এবং শিল্প নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে ডিআরডিও, ইসরো, মেইটিওয়াই এবং ডিএসি-র মতো প্রতিষ্ঠান রয়েছে।
আশা করা হচ্ছে, এসব কৌশলগত আলোচনার ফলে উচ্চ-প্রযুক্তি বিনিয়োগ এবং ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশজুড়েই।মুখ্যমন্ত্রী আরও বলেন, আইআইটি কানপুর আজকের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা রাখে এবং যুবসমাজের ভয় দূর করতে পারে। ডিআরডিও, ইসরো ও অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় উত্তরপ্রদেশ গোটা দেশকে নতুন দিশা দেবে।