31 C
Kolkata
August 1, 2025
খেলা

বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট সফর বাতিল

চলতি বছরের আগস্টে সাদা বলের সিরিজ়ে ভারত ও বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা। ১৭ থেকে ৩১ অগস্টের মধ্যে তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা। তবে ভারতীয় ক্রিকেট দলের এই সফর বাতিল হতে পারে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর। কারণ ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, সেখানে ভারতীয় দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, বিসিসিআই ইতিমধ্যেই সেই সফরের ক্রীড়াসূচি প্রকাশ করে দিয়েছে। ১৭ আগস্ট মীরপুরে ভারত ও বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ শুরু হওয়ার কথা। পরবর্তী দু’টি ম্যাচের দিন নির্দিষ্ট করা হয়েছিল ২৯ ও ৩১ আগস্ট।

এদিকে পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতীয় দলের রাজনৈতিক বন্ধুত্ব একেবারে তলানিতে রয়েছে। ইতিমধ্যে ভারতের বেশ কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। অনেকেই অনুমান করছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। আর বাংলাদেশ উস্কানি দিয়ে পাকিস্তানের পাশেই রয়েছে।

Related posts

Leave a Comment